Physical Science Model Activity Task-3 Answers for Class-9/ নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের Model Activity Task-3 এর উত্তর
বাংলার শিক্ষা থেকে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান (Physical Science) বিষয়ের যে Model Activity Task-3 দেওয়া হয়েছে তার উত্তর করে দেওয়া হল। ভৌতবিজ্ঞান (Physical Science) বিষয়ের এই Model Activity Task-3 এর উত্তর ছাত্র-ছাত্রীদের খুব কাজে লাগবে।
1) বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব
আলোচনা করো।
উঃ- যে কোনো মৌল বা
যৌগের ( কঠিন, তরল এবং গ্যাসীয় ) এক
গ্রাম-অনুতে উপস্থিত অনুর সংখ্যাকে অ্যাভোগাড্রো
সংখ্যা বলা হয়।
অ্যাভোগাড্রো সংখ্যাকে বর্তমানে NA দ্বারা চিহ্নিত করা হয়।
এর মান 6.022 x 1023 ।
বিজ্ঞানী মিলিকান সর্বপ্রথম অ্যাভোগাড্রো সংখ্যার
মান নির্ণয় করেন।
এই সংখ্যার মান চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে না। কারন, চাপ ও
উষ্ণতা
পরিবর্তীত হলে ভর ও অনুর সংখ্যার কোনো পরিবর্তন হয় না।
অ্যাভোগাড্রো সংখ্যা
একটি বিশাল সংখ্যা । রসায়ন, জীববিদ্যা ও
পদার্থবিদ্যায় এর ব্যাপক প্রয়োগ দেখা যায়।
পরমাণু, অনু, আয়ন প্রভৃতি
অতিশয় ক্ষুদ্র কনিকা। অতিশয় শক্তিশালী অণুবীক্ষণের সাহায্যেও
এদের
দেখা যায় না, কিন্তু 6.022 x 1023 সংখ্যাক এরূপ যে কোনো কনিকার ভর
চোখে দেখা যায়। যেমন
একটি কার্বন পরমানুর ধারনা করা যায় না , কিন্তু
6.022 x 1023 সংখ্যাক কার্বন
পরমানুর ভর 12 g. এটি ইন্দ্রিয়গ্রাহ্য । সুতরাং
অ্যাভোগাড্রো সংখ্যা আণুবীক্ষণিক ও দৃশ্য জগতের মধ্যে যোগসূত্র স্থাপন
করে।
2) S.T.P. তে গ্যাসীয়, এমন একটি যৌগের 3.011 x 1022
সংখ্যাক অনুর ভর 3.2 গ্রাম হলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো। S.T.P. তে
3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত লিটার ?
উঃ- S.T.P. তে গ্যাসীয়
3.011 x 1022 সংখ্যাক অনুর ভর 3.2 গ্রাম
‘’ ‘’
‘’ 6.022 x 1023 ‘’ ‘’ =(3.2x6.022 x 1023 )/
3.011 x 1022
= 64
অতএব, যৌগটির গ্রাম
আণবিক গুরুত্ব = 64
S.T.P. তে 64 গ্রাম
গ্যাসীয় যৌগের আয়তন 22.4 লিটার
‘’ ‘’
3.2 ‘’
‘’ ‘’ ‘’ =(3.2 x22.4)/64 লিটার
=1.12 লিটার।
S.T.P. তে 3.2 গ্রাম
গ্যাসীয় যৌগের আয়তন 1.12 লিটার।
3) কোনো ব্যাক্তি হাতে একটি সুটকেশ ভূমির সঙ্গে লম্বভাবে
ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে
? ব্যাখ্যা করো।
উঃ- বস্তুর ওপর প্রযুক্ত
কোনো বল যখন বস্তুর সরণের অভিমুখের সঙ্গে
লম্বভাবে ক্রিয়া করে তখন ওই বল কোনো কার্য
করে না। কোনো ব্যক্তি
হাতে সুটকেস নিয়ে অনুভূমিক তলে হাঁটতে থাকলে সুটকেসের সরণের
অভিমুখ
এবং সুটকেসের ওপর ক্রিয়াশীল অভিকর্ষ বলের অভিমুখ পরস্পর
লম্বভাবে থাকে। সুতরাং, এক্ষেত্রে
অভিকর্ষ বলটি হল কার্যহীন বল। তাই
ওই ব্যক্তি অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য করছে
না।
4) একটি 100 গ্রাম ভরের বস্তু 500 মিটার উচ্চতা থেকে বাধাহীন
ভাবে পড়তে শুরু করার 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো।
উঃ- আমরা জানি, v=u
+ g.t, এখানে প্রারম্ভিক বেগ (u)=0
v= g.t , v=9.8 x 3 m/s
v=29.4 m/s
বস্তুর ভর (m) =100
g =0.1 kg
বস্তুর গতিশক্তি
= ½ mv2
= ½ x 0.1 x (29.4)2
=43.218 jule
Physical Science Model Activity Task-3 Answers pdf- Click here
1 comments:
Click here for commentsI want all the questions and answers of all classes of all examination
ConversionConversion EmoticonEmoticon