ঐক্যশী স্কলারশিপ ২০২০ / Aikyashree Scholarship 2020
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি ঐক্যশ্রী (Aikyashree) চালু হচ্ছে। এটি একটি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ বৃত্তি যোজনা। ঐক্যশ্রী (Aikyashree) বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ ধর্মের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। আবেদন শুরু হবে ১ আগষ্ট ২০২০ থেকে। পোর্টালে গিয়ে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ করা হবে তিনটি ধাপে।
প্রি- ম্যাট্রিক স্কলারশিপ (Pre- Metric Scholarship)
(প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য)
যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে এবং যাদের পরিবারের বার্ষিক আয় ২ লাখ টাকা পর্যন্ত তারা আবেদন করতে পারবে। এখানে বাৎসরিক ১১০০ থেকে ১১০০০ টাকা পর্যন্ত বৃত্তি ঐক্যশ্রী (Aikyashree) প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে।
পোষ্ট- ম্যাট্রিক স্কলারশিপ (Post- Metric Scholarship)
(একাদশ থেকে Ph.D পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য)
যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, আই টি আই, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, B.Ed কোর্সে পড়াশোনা করছে এবং যাদের পরিবারের বার্ষিক আয় ২ লাখ টাকা পর্যন্ত তারা আবেদন করতে পারবে। এখানে বাৎসরিক ১৬৫০০ টাকা পর্যন্ত বৃত্তি ঐক্যশ্রী (Aikyashree) প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে।
মেরিট- কাম মিনস স্কলারশিপ
( Merit-Cum Means Scholarship)
(পেশাদারি ও কারিগরি কোর্সের জন্য)
যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক/ স্নাতকোত্তর/ পেশাদারি /কারিগরি কোর্সে পড়াশোনা করছে অথবা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভূক্ত প্রতিষ্ঠান যেমন IIT, IIM, NIT, NIFT, IIFT ইত্যাদি পড়াশোনা করছে এবং যাদের পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ টাকা পর্যন্ত তারা আবেদন করতে পারবে।
এখানে প্রকৃত খরচ সাপেক্ষে সর্বাধিক ৩৩০০০ টাকা পর্যন্ত বৃত্তি ঐক্যশ্রী (Aikyashree) প্রদান করা হবে।
তালিকাভূক্ত প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পরিশোধ করা হবে। www.wbmdfc.org সাইটে তালিকাভূক্ত প্রতিষ্ঠানের নাম পাওয়া যাবে।
⇒ ঐক্যশ্রী (Aikyashree) আবেদনের জরুরি নির্দেশিকাঃ-
- একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এমন ছাত্র-ছাত্রীই আবেদনের জন্য যোগ্য।
- ছাত্র-ছাত্রীদের অবশ্যই শেষ পরীক্ষায় কম পক্ষে ৫০% নম্বর পেতে হবে।
- এক জন ছাত্র-ছাত্রী একটি মাত্র প্রতিষ্ঠান থেকেই বৃত্তি পেতে পারে।
- আবেদনের রেজিস্ট্রেশনের সময় একটি মাত্র মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
- অনলাইনে আবেদন করার পর ঐক্যশ্রী (Aikyashree) আবেদনের প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
- ঐক্যশ্রী (Aikyashree) আবেদনের সঙ্গে ব্যাঙ্কের পাস বইয়ের ফটোকপি জমা দিতে হবে যাতে অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড উল্লেখ আছে।
- যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০১৯-২০২০ সালে স্কলারশিপ পেয়েছে তাদের শুধুমাত্র রিনুয়াল করতে হবে।
- অনলাইনে ঐক্যশ্রী (Aikyashree) আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫/১১/২০২০।
- অনলাইনে ঐক্যশ্রী (Aikyashree) আবেদন করা যাবে এই ওয়েব সাইটে- www.wbmdfcscholarship.in
ConversionConversion EmoticonEmoticon