Important questions on Chemical Kinetics for class 12 / রাসায়নিক গতিবিদ্যা অধ্যায় এর কিছু গুরুতবপূর্ণ প্রশ্ম
রাসায়নিক গতিবিদ্যা
(Chemical Kinetics)
Class-12
রসায়নের যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার বা বেগ, বিক্রিয়ার গতিপথ বা ক্রিয়াকৌশল এবং বিক্রিয়া হারের উপর বিভিন্ন প্রভাবকারী বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে রাসায়নিক গতিবিদ্যা (Chemical Kinetics) বলে। কোনো বিক্রিয়া সংঘটিত হওয়ার সম্ভবনা থাকলেও বিক্রিয়াটি কেন ঘটে না বা কেন ধীর গতিতে সংঘটিত হয়, তার উত্তর রাসায়নিক গতিবিদ্যা থেকে পাওয়া যায়। রাসায়নিক গতিবিদ্যার (Chemical Kinetics) সাহায্যে শিল্পে কোনো রাসায়নিক বিক্রিয়া কী হারে সম্পন্ন করলে বিক্রিয়াটি অর্থনৈতিকভাবে লাভজনক হবে তা জানা যায়। এছাড়া বিভিন্ন খাদ্যদ্রব্যের পচন শুরু হতে বা আমাদের দেহে কোনো ওষুধের ক্রিয়া শুরু হতে কত সময় লাগে তাও রাসায়নিক গতিবিদ্যা (Chemical Kinetics) থেকে জানা যায়। রাসায়নিক গতিবিদ্যা (Chemical Kinetics) একটি গুরুতবপূর্ণ অধ্যায় এর কিছু গুরুতবপূর্ণ প্রশ্ম নিচে দেওয়া হল যা ছাত্র-ছাত্রীদের কাজে লাগবে।
1. রাসায়নিক বিক্রিয়ার
হার কাকে বলে ?
2. ভরক্রিয়ার সূত্রটি
লেখো।
3. রাসায়নিক বিক্রিয়ার
ক্রম ও আণবিকতা বলতে কি বোঝ ?
4. ক্রম ও আণবিকতার
মধ্যে পার্থক্য লেখো।
5. শূন্য ক্রম, প্রথম
ক্রম, দ্বিতীয় ক্রম ও ভগ্নাংশ ক্রম বিক্রিয়ার উদাহরণ দাও।
6. শূন্য ক্রম, প্রথম
ক্রম, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রূবকের একক নির্ণয় করো।
7. শূন্য ক্রম বিক্রিয়ার
ক্ষেত্রে হার নির্দেশক সমীকরণ প্রতিষ্ঠা করো।
8. প্রথম ক্রম বিক্রিয়ার
ক্ষেত্রে হার নির্দেশক সমীকরণ প্রতিষ্ঠা করো।
9. প্রথম ক্রম বিক্রিয়ার
ক্ষেত্রে সময়ের সঙ্গে বিকারকের গাঢ়ত্বের পরিবর্তনের লেখচিত্র
অঙ্কন করো।
10. প্রথম ক্রম বিক্রিয়ার
অর্ধায়ু বলতে কি বোঝ।
11. দেখাও যে, প্রথম
ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রারম্ভিক গাঢ়ত্বের ওপর নির্ভর করে না কেন ?
12. দেখাও যে, প্রথম
ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য অসীম সময়ের প্রয়োজন।
13. ছদ্ম প্রথম ক্রম
বিক্রিয়া কাকে বলে ? উদাহরণ দাও।
14. সক্রিয়করণ শক্তি
কাকে বলে? আরহেনিয়াসের সমীকরণটি লেখো।
15. শূন্য ক্রম ও
প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার বনাম গাঢ়ত্বের লেখচিত্র অঙ্কন করো।
16. শূন্য ক্রম ও
প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে গাঢ়ত্ব বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করো।
17. উষ্ণতা গুনাঙ্ক
কী ?
18. আরহেনিয়াসের সমীকরণের
সাহায্যে কিভাবে সক্রিয়করণ শক্তির মান
নির্ণয় করা যায়।
19. রাসায়নিক বিক্রিয়ার
সক্রিয়করণ শক্তির ধারনা আলোচনা করো এবং বিক্রিয়া হার ও তাপমাত্রার পারস্পরিক সম্পর্ক
ব্যাখ্যা করো।
20. কোনো রাসায়নিক
বিক্রিয়ার হার কী কী বিষয়ের ওপর নির্ভরশীল ?
21. একটি বিক্রিয়া
শূন্য ক্রমের হলে ওর আণবিকতাও কি শূন্য হবে?
22. উষ্ণতা বৃদ্ধিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার
বৃদ্ধি পায় কেন?
ConversionConversion EmoticonEmoticon